ম্যাচ শুরু হতে না হতেই স্তব্ধ মিতউইলান শিবির। কিছু বুঝে ওঠার আগেই হজম করতে হলো গোল। ৫৫ সেকেন্ডের মাথায় লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। কিন্তু এমন এক ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না অলরেডরা।
নিজেদের মাঠে শুরুতেই ধাক্কা খাওয়ার পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় মিতউইলান। ৬২ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতা ফেরায় তারা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জার্গেন ক্লপের দলকে।
তাতে অবশ্য বড় কোনো ক্ষতি হয়নি লিভারপুলের। আগেই শেষ ষোল নিশ্চিত ছিল। ড্রয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে সবার ওপরে থেকেই পরের রাউন্ডে গেছে রেডরা।