প্রবাস: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট ইসকন দেবসাধন মন্দিরে রোববার (৩ অক্টোবর) বিকেলে পুষ্পাভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যেখানে শ্রীশ্রী রাধা কুঞ্জবিহারী ৩ হাজার ডলার মূল্যের ফুলে সাজবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ টাকা। অভিষেকে নানা রঙের পুষ্প, অলংকার ও বস্ত্র দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহকে সাজানো হবে। অসংখ্য বৈষ্ণব ভক্তসহ সনাতন ধর্মাবলম্বীরা ভগবানের চরণে করবেন পুষ্প বর্ষণ।
এটি ইসকন মন্দিরের সবচেয়ে আনন্দঘন একটি উৎসব। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ডেট্রয়েট সিটির ৩৮৩ লেনক্স সেন্ট, ডেট্রয়েট, এমআই ৪৮২১৫-এ আয়োজিত এ উৎসবে অংশ নিতে এবং আনন্দ উপভোগ করতে ইসকনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা জানান, দেবতাদের খুশি করতে যারা বেদিতে যেতে পারেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। যিনি ১০১ ডলার এবং তার বেশি স্পন্সর করবেন তাকে বেদির বাইরে থেকে ফুল দেওয়ার সুযোগ দেওয়া হবে। উৎসবটিতে স্পন্সর করেছেন জ্যোতি, অবন্তিকা, নয়না, অশোক, দাক্ষা এবং বিপুলা প্যাটেল। তাদের মা লীলাবেন প্যাটেলের স্মৃতি রক্ষার্থে অনুষ্ঠানটি স্পন্সর করেছেন তারা।