প্রত্যয় ডেস্ক, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল হতে প্রকাশিত আযাদ আলাউদ্দিন সম্পাদিত জনপ্রিয় অনলাইন ও প্রিন্ট পত্রিকা মাসিক মুক্তবুলির অক্টোবর২০২০ সংখ্যায় সর্বাধিক পঠিত গদ্য লেখা আলম রায়হান: সাংবাদিকতার ৪২ বছর লেখাটি নির্বাচিত হয়েছে। লেখাটি লিখেছেন, সাংবাদিক ও লেখক গাজী মো. তাহেরুল আলম।
তিনি মুক্তবুলি’র পক্ষ হতে সেরা লেখক সম্মাননা হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রি পাবেন বলে মুক্তবুলির পক্ষ হতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লেখকের সংক্ষিপ্ত জীবনীঃ
নাম: গাজী মো. তাহেরুল আলম
পিতা: মরহুম বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আব্দুর রউফ
মাতা: আছিয়া বেগম
জন্ম: ৮ মার্চ ১৯৭০ ইংরেজী
৯০ দশকে খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক পার্বতী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবনের শুরু। স্কুল জীবনে তিনি প্রীতিকথা নামে একটি ট্যাবলয়েড ত্রৈমাসিক পত্রিকা রাঙ্গামাটি জেলার কাপ্তাই হতে বের করতেন।
১৯৯৬ সালে চট্টগ্রামের সাপ্তাহিক পূর্ববাংলার চীফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর তিনি চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক কাগজে নিয়মিত ফিচার লেখা শুরু করেন।
২০০০ সালের শুরুতে তাঁর লেখালেখির ব্যাপক পরিচিতি লাভ করেন। আজকের কাগজ গ্রুপের নিয়মিত প্রকাশনা সাপ্তাহিক খবরের কাগজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোপ্রধান হিসেবে তিনি নিযুক্ত হন।
এরপর তিনি জাতীয় পত্রিকা দৈনিক ভোরের ডাক, আজকের আওয়াজ, সকালের খবর পত্রিকায় চট্টগ্রাম ব্যুরোপ্ৰধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এরপর তিনি সাপ্তাহিক সুগন্ধাকাগজে দীর্ঘ তিন বছর চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করেন
গাজী মো. তাহেরুল আলম আন্তর্জাতিক ফটোগ্রাফি সংস্থার তালিকাভুক্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির একজন সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত ফটো জার্নালিস্ট হিসেবে দেশব্যাপি সুনাম অর্জন করেন।
এছাড়া, কবিতা, প্রবন্ধ, ফিচার ও জীবনমুখি প্রতিবেদনমুলক লেখালেখিতে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। এর পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মকান্ড এবং একজন সৃজনশীল বক্তা হিসেবে সংশ্লিষ্ট মহলেও তাঁর সুনাম রয়েছে।
বর্তমানে তিনি ভোলা বাণী ডটকমের বার্তা সম্পাদক এবং দৈনিক প্রত্যয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। মুক্তবুলির একজন নিয়মিত লেখকও তিনি।
তাঁর বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামে।
লেখাটি অনলাইনে গড়ে প্রতিদিন ১১৭ পাঠক পড়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।