প্রত্যয় নিউজ ডেস্কঃ ২০২১ সাল নয়, সেপ্টেম্বরে নতুন মৌসুম থেকে অন্য ক্লাবে খেলতে চান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমন দাবি করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম স্পোর্টস ইন্টারেক্টিভ।
আরো জানতে পড়ুনঃ
সেই লক্ষ্যে এরইমধ্যে ন্যু ক্যাম্পের ব্যক্তিগত লকার থেকে নিজের জিনিসপত্র নিয়ে গেছেন তিনি। মূলত বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় হারের লজ্জার পর মেসিকে নিয়ে এমন গুঞ্জণ শোনা যাচ্ছিল ইউরোপের দল বদলের বাজারে।
তবে এই গণমাধ্যমের জোরালো দাবিতে আলোচনা আরও বেড়ে গেলো। তবে মেসিকে বার্সায় রাখতে ক্লাবে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এমন দাবিও করেছে গণমাধ্যমটি।
তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে লিওনেল মেসি, স্টেইগেন, ডি ইয়ং, লেঙ্গলেটকে ছাড়া বাকি সবাইকে গ্রীষ্মকালীন দল বদলে ছাড়ার পরিকল্পনা করেছে ক্লাবটি।
ডিপিআর/ জাহিরুল মিলন