মোঃমাসুদ পারভেজ,মোংলা,বাগেরহাট প্রতিনিধি: মোংলা সহ উপজেলার সকল মসজিদে (৬এপ্রিল) সোমবার মাগরিবের আগে মাইকে ঘোষনা করা হয়,প্রিয় এলাকাবাসী আগামী কয়েক দিন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে আদায় করুন।মসজিদে নিয়মিত জামাত হবে।তবে আপনারা বাসায় আদায় করুন।বেশি বেশি আল্লাহকে স্মরন করুন।করোনাভাইরাসের কারনে মসজিদে জনসমাগম এড়াতে আপনারা সবাই বাসায় নামাজ আদায় করেন।করোনার প্রাদুর্ভাব রোধে জনসমাগম এরাতে মোংলার বিভিন্ন মসজিদে মাইকিং করে ঘরে নামাজ আদায়ের অনুরোধ জানানো হচ্ছে।মোংলার বাজার জামে মসজিদ,বি এল এস জামে মসজিদ,ট্রেডার্স জামে মসজিদ,ষ্টিডর জামে মসজিদ,থানা জামে মসজিদ,উপজেলা জামে মসজিদ,কবস্হান জামে মসজিদ সহ শহরের বিভিন্ন মসজিদ থেকে একই ধরনের নির্দেশনা দিয়ে মাইকিং করা।সার্বিক পরিস্হিতি বিবেচনায় বাংলাদেশ সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে।এর মধ্যে হচ্ছে মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে সম্নানিত খতিব,ইমাম,মুয়াজ্জিন,খাদেম মিলে পাঁচ ওয়াক্ত নামাজে অনাধিক ৫জন এবং জুম্মা জামাতে অনাধিক ১০জন শরিক হতে পারবেন।জনস্বার্থে এর বাইরে মুসল্লি মসজিদের ভেতরে জামাতে অংশগ্রহণ করতে পারবে না।এছাড়াও শুক্রবার জুম্মার জামাতে অংশগ্রহনের পরিবর্তে ঘরে যোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।