প্রত্যয় ডেস্ক: দেশের মানুষকে টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার।’ করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, রোগীর মেডিকেল অ্যাসেসমেন্ট, কাউন্সেলিং, ফলোআপ, কেয়ার গিভার কাউন্সেলিং, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দেওয়াসহ নানাবিধ সহযোগিতামূলক সেবা প্রদান করবে এ প্রতিষ্ঠান।
জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স, হাসপাতালে ভর্তি, খাদ্য ও জরুরি ওষুধ সহায়তা, মৃতদেহ সৎকার করাসহ বিভিন্ন বিষয়ে সেবা দিতে স্বাস্থ্য অধিদফতর ও এটুআই, আইসিটি ডিভিশনের সরাসরি তত্ত্বাবধায়নে কোভিড-১৯ টেলিহেলথ ইউনিট কাজ করে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার ও সার্বিক পরিচালনায় সহযোগিতা করছে স্বাস্থ্য বাতায়ন, সিনেসিস আইটি এবং অবকাঠামোগত দিকে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস তথা বেসিস।
কোভিড-১৯ টেলিহেলথ সার্ভিস সেন্টারে রয়েছেন ১০০ জন ডাক্তার ও ২০ জন হেলথ ইনফরমেশন অফিসার। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দুটো সিফটে সার্বক্ষণিক সেবা দিচ্ছেন তারা। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ১৬২৬৩ ও ৩৩৩ ছাড়াও কোভিড-১৯ টেলিহেলথ সার্ভিস সেন্টারের হটলাইন নম্বর-০৯৬৬৬৭৭৭২২-এ সার্বক্ষণিক সেবা পাওয়া যাচ্ছে।
সিনেসিস হেলথের সিইও এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজামউদ্দিন আহমেদ বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ আমাদের জন্য কারণ, ইতোমধ্যে বহু মানুষ এ সেবা গ্রহণ করেছে এবং আমি মনে করি এত অল্প সময়ে অন্য কোনো উপায়ে এত মানুষ বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেত না। প্রতিদিনই ডাক্তাররা আক্রান্ত রোগীদের ফোন করেছেন। রোগীরা ডাক্তারদের ফোন করেছেন এবং এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ এ সেবা গ্রহণ করেছেন।