মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে করোনা প্রতিরোধে পুলিশ কর্তৃক থার্মাল স্কেনার মিশিনের সাহায্যে মানুষের শরীরের তাপ মাপা শুরু হয়েছে কাচাবাজার ও ৫টি পুলিশ চেকপোস্টে।
এ দিকে কাচাবাজারকে যানজটমুক্ত রাখতে রাস্তায় বাজার শুরু করা হয়েছে যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষ বাজার করতে পারে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দূপুরে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের পশ্চিমবাজার এলাকায় পুলিশের পক্ষ থেকে থার্মাল স্কেনার দিয়ে কাঁচা বাজারে বাজারে আসা লোকজনের শরীরের তাপমাত্রা মাপার উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর, কাউন্সিলর জালাল আহমদ, টিআই (এডমিন) মোহাম্মদ উল্যাহ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
বাজারে কেনাকাটায় আসা লোকজনদের শরীরের তাপমাত্রা মাপা হয়। যাদের শরীরে একটু বেশী তাপমাত্রা দেখা গেছে তাদের বেশী করে পানি পান করার পরামর্শ দেয়া হয়।
মেয়র বলেন, এমপিসহ সকলের সাথে কথা বলে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে পশ্চিমবাজারের কাঁচা মালের বাজারটি রাস্তায় নিয়ে আসা হয়েছে, যাতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে লোহজন বাজার করতে পারে।
পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার) বলেন, কাঁচা বাজারসহ, প্রতিটি থানায় আসা লোকজন ও শহরে ঢুকার ৫টি চেক পোস্টে বাহিরে থেকে আসা লোকদের থার্মাল স্কেনার মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা মেপে অতিরিক্ত ধরা পড়লে স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো হবে।
আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার তাং-১৬ এপ্রিল ২০২০
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..