প্রত্যয় স্পোর্টস ডেস্ক: ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভেঙে আগামী দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি। উয়েফার এমন সাজার বিরুদ্ধে আপিল করেছিল ক্লাব কর্তৃপক্ষ। তারই রায় হবে আজ। পাওয়া যাবে এ প্রশ্নের উত্তর কী আছে ম্যানসিটির ভাগ্যে? তবে ইতিবাচক কিছুই ভাবছেন পেপ গার্দিওলা। আশায় বুক বেঁধেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টদের কোচ। স্প্যানিশ কিংবদন্তির বিশ্বাস, সাজামুক্ত হবে তার দল ম্যানসিটি; খেলবে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে!
নিজেদের কাজটা আপাতত করে রেখেছে ম্যানসিটি। সবশেষ শনিবার রাতে ইংল্যান্ডের টপ-ফ্লাইটে দুর্বল প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের মাঠে গার্দিওলার দল জিতেছে গোলোৎসব করে (৫-০)। যদিও ইতোমধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া হয়েছে সিটিজেনদের, তবে এই জয়ে ৩৫ ম্যাচে ৭২ পয়েন্টে নিশ্চিত হয়েছে টেবিলের দ্বিতীয় স্থান। অর্থাৎ এখন নিষেধাজ্ঞার সাজা থেকে রেহাই পেলে স্বস্তি ফিরবে ম্যানসিটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ম্যানসিটির বিরুদ্ধে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের অভিযোগ এনে ক্লাবটিকে দুই বছরের সাজা শোনায় উয়েফা। এরপর স্পোর্টসের সর্বোচ্চ আদালতে আপিল করে ম্যানসিটি কর্তৃপক্ষ, যা আজ তাদের রায় দেবে। গার্দিওলার মতে, চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলার যোগ্য তার দল এবং স্প্যানিশ এই কোচের বিশ্বাস, ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার সাজা থেকেও রেহাই পাবে ম্যানসিটি।
আলবিওনের বিপক্ষে দলের দাপুটে জয়ের পর গার্দিওলা তার বক্তব্য শুরু করেন এভাবে, আজ রাতে (শনিবার) সব কিছুতে তুষ্ট আমি। আমরা এ মুহূর্তে ভালো পর্যায়ে আছি এবং প্রিমিয়ার লিরে শেষ ম্যাচগুলো ও চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুত। দল সুযোগ তৈরি করে তা কাজে লাগাতে পারছে। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছি যা এই ক্লাবের প্রয়োজন ছিল এবং বিগত ৬-৭ বছর ধরে খেলোয়াড়রা এটা করেছে।
ম্যানসিটি বস আরও যোগ করেন, আমরা মাঠে জিতেছি এবং আশাবাদী সোমবার এই খেলোয়াড়দের পরের মৌসুমে খেলার অনুমতি দেবে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগে থাকার যোগ্যতা তাদের আছে।