নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্ষে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.টি.এম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান প্রমুখ। পরে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।