দৈনিক প্রত্যয় ডেস্কঃ যশোরে করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরো তিন জনের নাম। মৃত্যুর পর নেয়া ওই তিন ব্যক্তির নমুনা পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে যশোরে নতুন করে আরো ৩১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫০জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫৬ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবের ঘোষিত ফলাফলে জানানো হয়েছে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোরের ১০৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের, মাগুরার ৪৫ জনের মধ্যে ৮, ঝিনাইদহের ২৮ জনের মধ্যে ১০। এছাড়াও, বাগেরহাটের ২৯ জনের মধ্যে ৭ ও সাতক্ষীরার ৬৫ জনের ২২ জন কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। যবিপ্রবি’র করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, মঙ্গলবার পর্যন্ত যশোরে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা ছিল দুই জন। তবে বুধবারের পাওয়া রিপোর্টের দিন শেষে পর্যালোচনা করে দেখা গেছে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত তিন ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন যশোর সদরের ওহাব আলী (৭০)। তিনি গত ২২ জুন যশোর জেনারেল হাসপাতালে মারা যান। একইদিন শার্শায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা জাকির হোসেন (৫০) মারা যান। এছাড়া বুধবার অভয়নগরের বিল্লাল হোসেন (৫৩) নামে আরো একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরো বলেন, বুধবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৬৬১জনের। আক্রান্তদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। যারা বাড়িতে রয়েছেন তাদের বাড়ির এলাকাগুলো রেড জোন ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ২৭টি এলাকাকে রেড জোন ঘোষণা এবং সংশ্লিষ্ট এলাকায় লকডাউন কার্যকর করা হয়েছে। রেড জোন এলাকায় সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটি বলবৎ রয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন