দৈনিক প্রত্যয় ডেস্কঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২০ জুন) অসুস্থ অবস্থায় বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। মৃত ওই ব্যক্তি সংবাদপত্রের পরিবেশক ছিলেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি গত ৫/৬ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার সকালে পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে আটটার দিকে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘তাঁর জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। পরীক্ষার জন্য মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ দাফন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন