সরকার রাজীব, ঢাকা: রাজধানীর বনানী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) মহাখালী সাততলা বস্তিতে বিট নং ৫ কর্তৃক আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এর আগে আমি কামরাঙ্গীরচর থানায় দায়িত্ব পালন করেছি। সেখানের মানুষের ভালবাসা অর্জন করেছি। আপনাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করতে চাই। আমি মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই। আপনারা আমার সাথে থাকবেন। আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। যে জিনিস গুলো আমি সবচাইতে অপছন্দ করি তার মধ্যে হলো- মাদক। মাদককে না বলতে হবে। যেখানেই মাদক পাবেন সেখানেই আপনারা আন্দোলন গড়ে তুলবেন। আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আমার নাম্বার যদি না থাকে সহজ পদ্ধতি টাকা পয়সা লাগে না, আপনারা ৯৯৯ এ ফোন করে বলবেন ওসি সাহেবের সাথে কথা বলব। সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন।
তিনি আরও বলেন, জুয়া খেলা বন্ধ করতে হবে। বস্তি এলাকায় কোনো জুয়া খেলা চলবে না। মাদকের ব্যবসা চলবে না। যারা এগুলো করবে তারা এখানে থাকতে পারবেনা। এ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে হবে। আমি যতদিন থাকি তারা অন্য এলাকায় অবস্থান করেন। এসবের ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি যাকে ধরব ছাড় পাবেন না।
ওসি বলেন, ইভটিজিংয়ের ঘটনা আমাদের জানাবেন। আমাদের যে বিট ইনচার্জ আছে তাদের বলবেন ব্যবস্থা নিবে। এখানে কোনো চাঁদাবাজি চলবে না। সে যে দলেরি হোক। কেউ যদি আমার সাথে ছবি তুলে অন্যদের দেখিয়ে বলে ওসি সাহেবের সঙ্গে আমার ভালো সম্পর্ক সেই সুযোগ নিয়ে অপরাধ করে আমি তাকেও ছাড়ব না।