স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়ে ভারতীয়দের মনে তৈরি হয়েছিল প্রতিশোধের তীব্র স্পৃহা। গতকাল বৃহস্পতিবার ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারই বহিঃপ্রকাশ ঘটালো ভারত। দুর্দান্ত লড়াই করে শেষ বলের নাটকীয়তায় ম্যাচটি জিতে নিলো ২ উইকেটে।
শেষদিকে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ বলে ২ রান। প্রথম বলে রানআউটের শিকার হন অর্শদীপ সিং। এবার ১ বলে প্রয়োজন ১ রান। স্ট্রাইকে রিংকু সিং। হাঁকালেন দুর্দান্ত ছ্ক্কা। ম্যাচ জয়ের আনন্দ শুরু হলো ভারতীয়দের। কিন্তু স্কোরকার্ডে তাকিয়ে দেখা গেলো রিংকুর ছক্কাটি গণনা করা হয়নি। যার কারণ অনুসন্ধান করতে নেমেছিলেন ভারতীয়রা।
পরে জানা গেলো, অস্ট্রেলিয়ান পেসার শন অ্যাবটের করা শেষ বলটি নো বল ছিল। প্রথমে সন্দেহ হলে পরে রিভিউ দেখে আম্পায়ার সিদ্ধান্ত জানালেন। যে কারণে নো বলের রানটি আগে কাউন্ট হয়ে যাওয়ায় ম্যাচটি তখনই জিতে যায় ভারত। ফলে রিংকির ম্যাচজয়ী ছক্কাটিই অবশেষে বিফলে গেলো।
বিশাখাপত্তমে এর আগে ভারতকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে অধিনায়ক সূর্যকুমার (৪২ বলে ৮০) ও ইশান কিশানের (৩৯ বলে ৫৮) দুর্দান্ত ফিফটিতে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল ভারত। এরপর বাকি কাজগুলো করতে থাকেন রিংকু সিং। অবশেষে শেষ বলের নাটকীয়তার ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জস ইঙ্গলিসের ১১০ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ভারতকে বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বড় সংগ্রহে স্টিভ স্মিথের অবদান ছিল ৫২ রানের। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করেছিল অস্ট্রেলিয়া।
রান তাড়ায় এটি ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ জয়। এর আগে এত বেশি রান তাড়া করে কখনো ম্যাচ জিততে পারেনি ভারত। এই জয়ের ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্বাগতিকরা।