রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান:
বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুর হতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এফাজ উদ্দিন (৬২) নামক আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত এফাজ উদ্দিন সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত আহাম্মেদ প্রামানিকের ছেলে। এফাজের নামে ১০ টি মামলা রয়েছে রয়েছে বলে জানা গেছে।
সারিয়াকান্দি থানার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ২ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর টহল চলাকালে এফাজ উদ্দিন কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ২৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো অস্ত্র ছুরি উদ্ধার করা হয়েছে। পরে তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা এফাজ উদ্দিনের নামে সারিয়াকান্দি এবং সোনাতলা থানায় অস্ত্র এবং হত্যা মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, ১০ টি মামলার মধ্যে আসামি এফাজ উদ্দিন ১ টি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।