মোঃ সোলেমান হোসেন, রংপুর প্রতিনিধিঃ
আজ ১৭ এপ্রিল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর মুলাটোল পাকারমাথা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার নেতৃত্ব রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের সহযোগিতায় মাহিন এন্টারপ্রাইজ নামে এক কোম্পানিতে অভিযানে তিয়ানশি বাংলাদেশ নামের একটি কোম্পানি ম্যানেজারকে অবৈধ বিদেশি ঔষুধ ও মেডিকেল সামগ্রী রাখার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ম্যানেজারকে আটক করে তিন মাসের জেল দিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, অনুমোদনহীন অবৈধ বিদেশি ঔষধ ও মেডিকেল সামগ্রী যা মানুষের দেহের ক্ষতিকারক তা জব্দ করে ধ্বংস করা হয়েছে।এমনকি মাহিন এন্টারপ্রাইজ নামের এই কোম্পানিটি দীর্ঘ দিন ধরেই প্রতারণা করে আসছে সাধারণ মানুষের সাথে ।
এলাকাবাসী ও ভুক্তা ভোগীরা দৈনিক প্রত্যয় কে জানান , মানুষের সাথে এই কোম্পানিটি দীর্ঘ দিন ধরে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তবে তারা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।