নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রভাবে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পণ্য ও সেবা খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বৃহস্পতিবার ২০২০-২০২১ অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণায় অনলাইন জুম প্লাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বিগত ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে রপ্তানি লক্ষ্যমাত্রা ছয় বিলিয়ন মার্কিন ডলার কমেছে। করোনা পরিস্থিতির কারণে সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমেছে ২৫ দশমিক ২৮ শতাংশ। প্রবৃদ্ধি কমেছে ১৪ দশমিক ৮০ ভাগ।
এবার প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৯.৭৯ শতাংশ। এর মধ্য পণ্যখাতে ৪১ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি ২১.৭৫ শতাংশ ও সেবা খাতে ৭ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধি ৯.৪৬ শতাংশ।
টিপু মুনশি বলেন, যে রপ্তানি আয় নির্ধারণ করেছি সেটা আমরা অর্জন করতে পারব। আর গত অর্থবছরে (২০১৯-২০) ৫৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৪০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।