ওয়েব ডেস্ক রিপোর্ট:করোনা রুখতে ২১ দিনের জন্য দেশ লকডাউন করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেই লকডাউন এর মেয়াদ শেষ হবে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল। করোনার বিরুদ্ধে মোকাবিলায় লকডাউন আর এগোনো হবে কিনা সেই সম্পর্কে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, দেশ লকডাউন করা হলেও ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও বিপদ কাটেনি তাই অনেকের মধ্যেই প্রশ্ন ঘোরাফেরা করছে লকডাউন বাড়বে না কমবে। তবে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী দের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে লকডাউন উঠবে না সেইরকম ইঙ্গিত মিলেছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আর এক পর্যায়ে প্রধানমন্ত্রী আলোচনা করে নেবেন দেশের মানুষের সুরক্ষার বিষয়ে।
বৈঠকের পরই রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে স্পষ্ট করবেন ১৪ এপ্রিলের পর কি হতে চলেছে। বেশ কিছু মহল সূত্রে খবর যদি লকডাউন বাড়ানো হয় তবে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কিছু ক্ষেত্রে ছাড় মিললেও সম্পূর্ণ বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান। অন্যদিকে লকডাউন এর ফলে দেশের অর্থনীতি যে মুখ থুবড়ে পড়েছে সেই সংকেত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই ক্ষতির বোঝা কমাতে ও অর্থনৈতিক সংকট দূর করতে বেশ কিছু ক্ষেত্র চালু করা হবে বলেও ইঙ্গিত মিলেছে।
ভারতে ইতিমধ্যে করণায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার পেরিয়েছে মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের কাছাকাছি। তবে করোনা আতঙ্কের মাঝে সুখবর এটাই যে করো না আক্রান্ত হয়েও ৫০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য কি সিদ্ধান্ত নেন তার দিকেই তাকিয়ে গোটা দেশ।