সরকার রাজীব, ঢাকাঃ রাজধানীর মহাখালী কাঁচাবাজারে ডিজিটাল মূল্য তালিকার উদ্বোধন কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের সকল দেশে দেখেছি রমজান মাসে পণ্যদ্রব্যের দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। এ বছর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের অহেতুক দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মূল্য তালিকাসহ (১০x৬) ফুট সাইজের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। এসময় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসির সব বাজারে নজরদারি আরো জোরদার করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামকে আহ্বায়ক করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একটি বাজার মনিটরিং কমিটি করা হবে। পুরো রমজান মাস জুড়ে এই কমিটি বাজারগুলো মনিটরিং করবে। রমজানে জনগণের যেন কোনো ভোগান্তি না হয় সেটি নিশ্চিত করা হবে।
মেয়র আরো বলেন, ‘রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণের অবগতির জন্য বাজারে মূল্য তালিকাসহ (১০x৬) ফুট সাইজের ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে দেয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তারা যেন অভিযোগ জানাতে পারে সেজন্য ডিসপ্লে বোর্ডে অভিযোগের মোবাইল নাম্বার প্রদর্শন করা আছে।
এ সময় মূল্য তালিকা থেকে বেশি মূল্যে পণ্য বিক্রি করলে দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।