চৌধুরী হারুন,রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙ্গামাটি মেডিকেল কলেজে বিদ্যুত স্পষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে । ১৪ জুলাই মঙ্গলবার সকালে মেডিকেল কলেজে পিসিআর ল্যাব বসানোর জন্য শ্রমিকরা নিমার্ণ কাজ করছিল । এসময় তিন/চারজন শ্রমিক পুরাতন সিমেন্ট ঢালাই (পাটাতন) ভাঙ্গতে গিয়ে মাটির নীচে তিনজন বিদ্যুত স্পর্স হয় ঘটনাস্থলে দুই মারা যায় । মৃত শ্রমিকরা হল মো.আজিজ (৩২)ও আনোয়ার আলী(৩৬) দুইজনের ঠিকানা পুলিশ লাইন রাঙ্গামাটি। আর দু’জরেই গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঈরদী বলে জানা গেছে।
মৃত আজিজের ভাই বলেন, তিনি সকালে কাজে বের হন। তখন হঠাৎ শুনতে পান তার ভাই মারা গেছেন। ছুটে হাসপাতাল গিয়ে দেখেন, তার ভাইয়ের মৃতদেহ লাশ ঘরে পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হারুন মাঝির নেতৃত্বে তিন /চার জন শ্রমিক কাজ করতে গেলে সেখানে বিদ্যুতের লাইন আগে থেকে ছিল সেটা শ্রমিকরা জানতো না । কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ চিৎকার শুনেছে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুই শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শ্রমিকদের মাঝি হারুন বলেন, সকালে আমরা রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের ব্যবস্থাপনায় পিসিআর ল্যাব বসাতে বিদুৎতের কাজ করতে যাই। এক পর্যায়ে হঠাৎ এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মাটির নীচে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন ওই দু’শ্রমিক। অথচ কর্তৃপক্ষ আমাদেরকে বলেনি যে, মাটির নীচে বিদ্যুতের তার রয়েছে। দুর্ঘটনার পরেই তা জানতে পারি।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানাউল্লাহ বলেন, গণপূর্ত বিভাগের বাস্তবায়নাধীন ‘ঠিকাদার ভিআইপি’ নামে প্রতিষ্ঠানটি আমাদের বিদ্যুতের কাজ করে থাকে। এটি একটি অনাকক্সিক্ষত দুর্ঘটনা ঘটে গেছে, যা খুব মর্মান্তিক। ঠিকাদারকেই নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ইনচার্জ (ওসি) কবির হোসেন প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই দেলোয়ার হোসেন গিয়ে দুই শ্রমিকের সুরুত হাল তৈরি করে ময়নাতদন্তে লাশ মর্গে পাঠিয়েছেন।পোষ্ট মটেম করার পর এই ঘটনায় ইউডি মামলা করা হবে।