সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত সোবাহান আলী (৮০) নামের এক রোগির মৃত্যু হয়েছে। মৃত রোগী বাঘা উপজেলার গাওপাড়ার মৃত শহীদ আলীর ছেলে। আজ রোববার সকাল সাতটার দিকে রাজশাহী আইডি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস চিকিৎসকের প্রধান ডা. আজিজুল হক আযাদ।
তিনি জানায়, করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। করোনা আক্রান্ত এই রোগীর শ্বাসকষ্ট ছিল। গত কয়েকদিন আগে তার অবস্থার অবনতি ঘটে। আজ সকাল ৭ টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কর্তৃক নির্দেশিত উপায়ে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়েছে।