রাজশাহী প্রতিনিধি :
করোনা আক্রান্ত সন্দেহে রাজশাহীর সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশনে চারজনকে ভর্তি করা হয়েছে। এ তথ্য দিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত প্রেসব্রিফিংয়ে ডা. আজিজুল হক আজাদ।
করোনা উপসর্গ নিয়ে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তাদের সংক্রামক ব্যাধি আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ মঙ্গলবার জানান, হাসপাতালের আইসোলেশনে থাকা চার রোগীর করোনার উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। আইসোলেশনে থাকা রোগীদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। এদের বাড়ি রাজশাহী নগরী, চারঘাট, নাটোর ও পাবনায়।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শ্বাসতন্ত্রজনিত রোগ পর্যবেক্ষণ ওয়ার্ডে তিনজন ভর্তি ছিলেন। এদের মধ্য দু’জন সুস্থ হওয়ায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। অপর একজনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাজশাহী জেলায় হোম কোয়ারেন্টিনে আছে ৯৩ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৫জনকে। এরা সবাই ভারত ফেরত।
লেখক:সেলিম সানোয়ার পলাশ