বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাত পোহালেই জেলার পীরগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট। এবার জেলার এই পৌরসভার সবকটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন।
এবার মেয়র পদে আ’লীগ, বিএনপি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আওয়ামীলীগের মনোনয়নে লড়ছেন বর্তমান মেয়র কসিরুল আলম (নৌকা). আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক (খেজুরগাছ), বিএনপির মনোনয়নে লড়ছেন রেজাউল ইসলাম রাজা (ধানের শীষ)এবং বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন।
এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এখানে মেয়র পদে ৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন।এছাড়াও কাউন্সিলর পদে ৩২জন ও মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১৭৯ জন। তন্মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন এবং মহিলা ১০ হাজার ৬৩২জন।