আন্তর্জাতিক ডেস্ক: অভিনেতার পর রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এবার মৃত্যু হয়েছে ইউক্রেনীয় ব্যালে তারকা আর্টিওম দাকশিলের। জানা গেছে, কিছুদিন আগে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে গুরুতর আহত হোন আর্টিওম। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয় ৪৩ বছরের এই শিল্পীর।
ইউক্রেনীয় এই ব্যালে তারকা ন্যাশনাল অপেরার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েকদিন আগে নিজের আবাসনে থাকাকালীন আর্টিওমের বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনা।
এর আগে কিয়েভে নিজের আবাসনে থাকার সময়ও রাশিয়ার রকেট হামলায় নিহত হন ইউক্রেনের জনপ্রিয় অভিনেতা ওকসানা শভেটস। ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছুদিন আগে শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’পেয়েছিলেন তিনি।
ইউক্রেনের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের নাগরিকদের ওপর হামলা করছে পুতিন সেনারা। এর আগেও কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠে। তাতে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ইউক্রেনের সেনা ঘাটি লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।