রূপগঞ্জ প্রতিনিধি ঃ “ধরলে করোনা, কাউকে ছাড়ে না, কেউ করেনা করুনা।” করোনায় যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজসংসার। নিজের স্ত্রী সন্তানরাও ছুঁয়ে দেখে লাশ। সবাই যখন দুর দুর করে এমন সময় রূপগঞ্জের কিছু তরুণ এগিয়ে এসেছেমৃতদের দাফন কাফনের কাজে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাসে (কভিড–১৯) মৃতদের দাফনের দায়িত্ব নিতে এগিয়েএসেছে “শরীফ–বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের ” এক ঝাঁক তরুণ। উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের মো. সাইদুর রহমানের উদ্যোগেসংগঠনের সদস্যরা করোনায় আক্রান্ত রোগীরা মারা গেলে তাদের দাফন করে দিবেন। নিজ উৎসাহে পিপিই পরে তারাআনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। সদস্যরা জানান, কায়েতপাড়াকে সুন্দর ও নিরাপদ রাখতে, অসহায়দের পাশে দাঁড়াতে, করোনায় কোন রোগী আক্রান্ত হলে তাকে সহজে চিকিৎসা পাইয়ে দিতে সহযোগীতা করা হবে। আর যদি কারো করোনায় আক্রান্তহয়ে মৃত্যু হয় তাহলে তাদের দাফন–কাফনের দায়িত্ব নেবে এই স্বেচ্ছাসেবী দল। তাদের একটাই স্লোগান করোনায় হতাশ হবেন না , ভয়ে ভীত হবেন না, ঘরে থাকুন , ঘন ঘন হাত ধৌত করুন, নিজে নিরাপদে থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতাকরুন। কোনো সমস্যা গোপন না রেখে আমাদের স্বেচ্ছাসেবী দলকে ডাকুন। এই দল সদা প্রস্তুত আপনাকে সেবা দিতে। সাহসরাখুন এই দল আছে আপনার পাশে। তারা আরো জানায়, আজকে টানা তৃতীয় দিনের মতো করোনাভাইরাস সংক্রমণ থেকেবাঁচতে জনগণের মাঝে সচেতনতা তৈরি করে ৭নং ওয়ার্ডের বাজার ও মহল্লা ঔষধের দোকান ছাড়া সমস্ত দোকানপাট সম্পূর্ণভাবেবন্ধ করতে পেরেছি । এতে অত্র এলাকার বাসিন্দারা নিজেদেরকে সুরক্ষিত মনে করছে । সংগঠনটির প্রধান উদ্দোক্তারা হলেন, সাইদুর রহমান , নাসির, শাহিন খান এবং সহযোগীরা হলেন, এস আলম, আনিস খাঁন, আঃ সাত্তার,লাভলু, রূপম, আমিনুল, আমির, খোরশেদ। তাদের সঙ্গে যুক্ত রয়েছেন আরো অনেকে । এই কর্মসূচি করোনা সংক্রমণ সম্পুর্ন শেষ না হওয়া পর্যন্ত চলবেবলে জানান তারা।####