রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি, মাছুম মিয়া:
ভূমিকম্প-অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় বিষয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহড়া করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঞ্চন ফায়ার সার্ভিস ইউনিট। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
কাঞ্চন ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থা (এনএসএস) এর সমন্বয়ে অনুষ্ঠিত এই মহড়ায় সংস্থার সদস্য, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা বিভাগীয় প্রশিক্ষন প্রধান ও নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থার (এনএসএস) সভাপতি ইফতেখার আহমেদ রিদ্বীন জানান, দূর্যোগ-দূর্ঘটনায় আতঙ্ক নয় বরং সকলে সমন্বিত চেষ্টায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগীতায় বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যালয়ে কমিউনিটি পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে সামাজিক সংগঠন ‘এনএসএস’ ।
কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ রফিক আহমেদ জানান, মহড়ায় ভূমিকম্প, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলার কৌশল ও প্রাথমিক চিকিৎসা প্রদানের নানা কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শিক্ষক মৃনাল ক্রান্তি চক্রবতী, মনির হোসেন, এনামুল হক, লিপি আক্তার, সংবাদকর্মী শাহেল মাহমুদ, কাঞ্চনপৌর ছাত্রলীগের সভাপতি আইবুর রহমান খোকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় সেবা ও স্বাস্থ্য প্রধান মিনহাজুল রহমান হীরা, বন্ধুত্ব প্রধান ইমন মিয়া, জনসংযোগ ও পরিকল্পনা প্রধান মেহেদী হাসান, বিভাগীয় রক্ত প্রধান মাহাদুল ইসলাম, এনএসএসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবিদ, সহ-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক শামিম মিয়া, ত্রাণ সম্পাদক সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, সহ-অর্থ সম্পাদক আবু সানি, সদস্য অন্তর চন্দ্র সরকার, মহিউদ্দিন রিয়েল ও নয়ন মিয়া প্রমুখ।