দৈনিক প্রত্যয় ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশে আবারো বাড়লো স্বর্ণের দাম। এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৫ হাজার ৭শ’ ১৫ টাকা। সোমবার (২২ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মঙ্গলবার (২৩ জুন) থেকে কার্যকর হচ্ছে এই দাম।
বিজ্ঞপ্তিতে দেখা যায় দেখা যায়, দাম বৃদ্ধির পর প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা, সোমবার পর্যন্ত যার বিক্রয়মূল্য ছিলো ৬৪ হাজার ১শ ৫২ টাকা।
নতুন মূল্য অনুযায়ী এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা ও প্রতিভরি সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৬৪৭ টাকা। তবে, অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।
ডিপিআর/ জাহিরুল মিলন