ধর্ম ডেস্ক: গর্ভধারণের আট সপ্তাহ থেকে ১০ সপ্তাহের মধ্যে ডিলেটরের মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চা বের করে নিয়ে আসাকে সংক্ষেপে ডিঅ্যান্ডসি বলে। যেহেতু গর্ভধারণের দুই মাসের মধ্যে সাধারণত সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে সৃষ্টি হয় না। কেননা, অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হওয়ার জন্য কমপক্ষে গর্ভধারণের পর থেকে ১২০ দিন পর্যন্ত স্থায়ী হতে হবে।
এমতাবস্থায় কারও যদি অসুস্থতার কারণে বা ইচ্ছাকৃতভাবে ব্যথার কারণে গর্ভপাত করানো হয়, অতঃপর যদি রক্তস্রাব হয়, তাহলে তা নিফাস (সন্তান প্রসবের পর অব্যাহত নির্গত রক্ত) হিসেবে গণ্য হবে না। বরং ওই স্রাব যদি তিনদিন বা ততধিক স্থায়ী হয়, তখন তা হায়েজ (ঋতুস্রাব) হিসেবে গণ্য হবে। আর যদি তিনদিনের কম হয়, তখন তা ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য হবে।
সুতরাং যদি হায়েজ হয়ে থাকে, তখন রোজা সহিহ হবে না। আর যদি ইস্তেহাজা হয়, তখন তার রোজা নষ্ট হবে না, বরং শুদ্ধ হয়ে যাবে। সুতরাং এভাবে গর্ভপাতের পর সঙ্গে সঙ্গে রোজা নষ্ট হবে না, বরং তাকে রোজা রাখতে হবে।