বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনা মহামারি প্রতিরোধে প্রথমদফা লকডাউনের সরকারি নির্দেশনা অমান্য করে ৩০জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার চেষ্টাকালে আল্লাহর দান নামে একটি যাত্রীবাহী বাস আটক করে চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, আল্লাহর দান বাসটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে ৩০ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও হতে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। হাইওয়ে পুলিশ চালককে চ্যালেঞ্জ করলে সেটিকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বাসের চালক মেরাজ উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। দন্ডিত মেরাজ উদ্দিন ময়মনসিংহ জেলার মোঃ নবী হাসানের ছেলে। জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
এরপূর্বে দুপুরে মাদক গ্রহনের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় শহরের মুন্সিপাড়া সুইপার কলোনির পাকা রাস্তার উপর এবং কালীবাড়ি পাবলিক লাইব্রেরির মাঠ হতে আলাউদ্দীন ও সৌমিক আহম্মদ নামে ২জনকে বাংলামদ সহ আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহাপাড়া নিবাসী মোঃ আলাউদ্দিন (৫০) পিতা মৃত কেরামত আলী ও কালীবাড়ি নিবাসী মোঃ সৌমিক আহমেদ (২৪) পিতা মোঃ আব্দুল জব্বার নুরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় জব্দকৃত বাংলা মদ ধ্বংস করা হয়।