নিজস্ব সংবাদদাতা:নেত্রকোণা সদর উপজেলার জয়ের বাজার হতে স্যাভলন ১১২ মিলি নির্ধারিত মূল্য ৪৪ টাকা হলেও একজন গ্রাহকের নিকট হতে ৬০ টাকায় বিক্রি করায় অভিযোগ করেন। এছাড়াও ১লিঃ এর মূল্য ২২০ টাকা সত্বেও ২৫০ টাকা করে রাখা হয়।
গতকাল শুনানি শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান অমল স্টোরকে ৮০০০ টাকা জরিমানা করা হয় এবং জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মাহমুদ স্যার আজ অভিযোগকারীকে ২৫% হিসেবে ২০০০ টাকা প্রদান করেন।
জেলা প্রশাসন, নেত্রকোণা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ থাকবে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রমানসহ অভিযোগ করুনঃ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,নেত্রকোণা জেলা কার্যালয়,২৩৯ নম্বর কক্ষ, জেলা প্রশাসক এর কার্যালয়, নেত্রকোণা।
মোবাইল -01318396937