নিজস্ব প্রতিবেদক: লাইসেন্সধারীদের তালিকা থাকলেও লাইসেন্সহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর তালিকা স্বাস্থ্য অধিদফতরের কাছে নেই। আগের নির্দেশনা অনুসারে গতকাল বুধবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে অধিদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩১ আগস্ট সারা দেশে লাইসেন্সপ্রাপ্ত ও লাইসেন্স প্রক্রিয়াধীন থাকা বেসরকারি হাসপাতালগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন হাইকোর্ট।
সেই আদেশের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্তকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. ফরিদ হোসেন মিয়া বেশ কিছু তথ্য পাঠান। যা বুধবার আদালতে উপস্থাপন করা হয়। সেসব তথ্যে উল্লেখ করা হয়েছে-
১. কোভিড ও নন-কোভিড সব হাসপাতালের তালিকা স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
২. লাইসেন্সধারী সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিকের তালিকা স্বাস্থ্য অধিদফতরের কাছে রয়েছে। কিন্তু লাইসেন্সহীন কোনও হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকের তালিকা স্বাস্থ্য অধিদফতরের কাছে নেই।
৩. গত ৩১ আগস্ট পর্যন্ত ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে।
৪. কোনও হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার লাইসেন্সের জন্য প্রয়োজনীয় তথ্য পাঠালে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হয়। ৫. স্বাস্থ্য অধিদফতরে আসা অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) মাধ্যমে পরিচালিত হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত ওই প্রতিবেদন আদালতে তুলে ধরে শুনানি করেন। এ সময় রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান। পরে আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে রিট আবেদনটি কোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।