মায়দুল হোসেন মনোয়ার,সিলেট প্রতিনিধি:
সম্মানিত, সিলেট সদর উপজেলার সর্বস্হরের নাগরিকবৃন্দ,আসসালামু আলাইকুম,হিন্দু ভাই বোনদের প্রতি আদাব।আজ বিশ্বের অন্যান্য দেশের ন্যায়,প্রিয় মাতৃভুমি, বাংলাদেশ ও আজ মহামারী করোনায় আক্রান্ত।করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে,যাহা সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্বব নয়।তাই আসুন আমরা সবাই মিলে সরকারের গৃহিত পদক্ষেপগুলি বাস্তবায়ন করি।প্রিয় সদরবাসী,এই মহামারীর জন্য,সরকার ঘরে ফিরা মানুষজনের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য,দশ টাকা মুল্যে চাল,বিজিএফ, বিজিডি,সহ বিভিন্নভাবে সহযোগীতার হাত প্রসারিত করেছে,যার ফলে অসহায়,দুস্হ মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে চলার উদ্দ্যোগ গ্রহন করায়,সর্বমহলে প্রসংশিত হয়েছে।তাই সরকারের পাশাপশি সমাজের বৃত্তবানরা প্রতিবারের ন্যায়,আবার ও এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।সুপ্রিয় সদরবাসী,বরাবরের ন্যায়,আমি আপনাদের পাশে আশি।আমি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যাক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে,সংকট মোকাবেলার জন্য আহবান জানিয়েছি,যার ফলস্বরুপ সরকারী সকল সহযোগীতা শুরু হয়ে গেছে।যাহা আগামীতে ও চলমান থাকবে।তাই সকলের কাছে অনুরোধ আসুন এই দুর্য়োগে আমরা অসহায় মানুষজনের পাশে দাড়িয়ে,মানবিকতার হাত প্রসারিত করি।পরিশেষে সকলের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি।আল্লাহ সকলের মঙ্গল করুক।
*আসুন করোনা মোকাবেলায় নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহন করি।*
*দিনে চার থেকে পাচবার সাবান দিয়ে হাত পরিষ্কার করি।
*নিয়মিত মাস্ক ব্যাবহার করি।
*নিরাপদ দুরত্ব বজায় রাখি।
*প্রতিদিন গরম পানি পান করি।
*হাচি,কাশি হলে লোকালয় পরিহার করি।
*জ্বর,সর্দি,কাশি,শ্বাসকষ্ট হলে ডাক্তারের স্বরনাপন্ন হন।
*হাত,মেলানো বা বুক মেলানো থেকে বিরত থাকি।
*প্রবাসীদের প্রতি অনুরোধ করি,আপনারা দেশে আসলে কোয়ারেন্টাইন মেনে চলুন।
*যারা ত্রান বিতরন করবেন, তাদের প্রতি অনুরোধ লোক জড়ো করে ত্রান বিতরন না করে,কষ্ট করে হলেও বাড়ীতে বাড়ীতে গিয়ে ত্রানগুলি পৌছে দিন।
নিবেদক:
আলহাজ্ব আশফাক আহমেদ
চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা পরিষদ।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..