ওয়েব ডেস্ক: কিশোরগঞ্জ শহরের বিন্নগাঁও-এর ঐতিহ্যবাহী নিরালা হোটেল মালিকের ভবনের বিশাল আঙিনা জুড়ে বসেছিল ২ টাকার ঈদ আনন্দবাজার। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে সেই বাজারে বাজার করতে শত শত ক্রেতায় মুখরিত হয়ে ওঠে।
অসংখ্য টেবিলে থরে থরে সাজানো রয়েছে এব পণ্য। মাত্র ২ টাকায় কেনা যাচ্ছে ৯টি নিত্য প্রয়োজনীয় পণ্য। ২ টাকার প্যাকেজে ছিল শাড়ি, লুঙ্গি, তেল, সাবান, চিনি, চাল, শ্যাম্পু, লবন, দুধ ও সেমাই। এ বাজারে থেকে দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের অসহায় ও বেকার নারী-পুরুষেরা পণ্য কিনে যার যার মতো হাসি মুখে বেরিয়ে আসছিলেন। প্রতিটি পণ্যের টেবিলের কাছে একজন করে গাইড দাঁড়িয়ে ছিলেন।
কোনো প্রকার ঝামেলা ছাড়াই পণ্য সামগ্রীর বড় ব্যাগ নিয়ে প্রতিটি টেবিল ঘুরে পুরো ব্যাগ ভর্তি করে ২ টাকার ঈদ আনন্দবাজার সংগ্রহের এ আয়োজন ছিল অবাক করার মতো।
কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নিরালা হোটেলের অন্যতম পরিচালক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেলা সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি গত তিন বছর ধরে এই ঈদ আনন্দবাজার কার্যক্রম চালিয়ে আসছেন। আয়োজনের সহযোগিতায় ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল করিম ওয়েলফেয়ার ট্রাস্ট।
শহরের বত্রিশ এলাকার বাসিন্দা ষাটোর্ধ কাশেম আলী জানান, ঘরে ঈদ আয়োজনের কিছুই ছিল না। ছেলে-মেয়ে নিয়ে খুবই দুঃশ্চিন্তায় ছিলাম। ২ টাকার ঈদ আনন্দবাজার থেকে বাজার করে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উৎসব উদযাপনের সুযোগ করে দিল আমাদের অমি সাহেব।
চল্লিশোর্ধ্ব এক নারী গৃহকর্মীর আলেয়া খাতুন জানালেন, দুইদিন পরেই ঈদ। ঘরে ঈদের করার মতো কিছুই