ওয়েব ডেস্ক: শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রোববার (৯ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘শবে কদরের এ রাতে আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত অর্জনের এক বিশেষ সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তা’আলা পবিত্র কোরআন নাজিল করেন বলে ধারণা করা হয়। তাই শবে কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত মুসলিম উম্মাহর নিকট অনেক বেশি।’
করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘এই সংক্রমণ থেকে দ্রুত মুক্তি পেতে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’
শবে কদরের গুরুত্ব অনুধাবন করে সবাইকে মানুষের কল্যাণ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।