ওয়েব ডেস্ক: ইমানের একটি ইহজাগতিক ফায়দা হলো ইমানের মাধ্যমে মানুষের অপরাধপ্রবণতা কমে। মানুষ শান্তি ও নিরাপত্তা লাভ করে। কোরআনে আল্লাহ বলেছেন, ইমানের অন্যতম প্রতিদান হলো,
وَ لَیُبَدِّلَنَّهُمۡ مِّنۡۢ بَعۡدِ خَوۡفِهِمۡ اَمۡنًا
তিনি তাদের ভয়-ভীতি শান্তি-নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। (সুরা নুর: ৫৫)
কারণ মানুষ যখন ইমান আনে, তখন তার ভেতরে আল্লাহর ভয় আসে, আখেরাতের শাস্তির ভয় আসে, সে অপরাধ করতে পারে না। ফলে চুরি-ডাকাতি, জুলুম-রাহাজানি কমে যায়। সমাজে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। মানুষ নিজে নিরপত্তা পায়, অন্যদেরও নিরাপত্তা দেয়।
অন্তরে ইমান থাকলে মানুষ যে অপরাধ করতে পারে না তা বর্ণনা করে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যার মধ্যে ইমান আছে, সে ব্যাভিচার করতে পারে না, যার মধ্যে ইমান আছে সে মদ্যপান করতে পারে না, যার মধ্যে ইমান আছে, সে চুরি করতে পারে না, যার মধ্যে ইমান আছে, সে জনসমক্ষে ছিনতাই করতে পারে না। (সহিহ বুখারি: ২৪৭৫)
এ হাদিস থেকেও বোঝা যায় ইমানের চেতনা মানুষকে এ সব অপরাধ থেকে বিরত রাখে। এটা বাস্তব সত্য যে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যেভাবে প্রকাশ্যে ও গোপনে, মানুষের সামনে ও আড়ালে সব ধরনের অপরাধ থেকে বিরত থাকে, দুনিয়ার কোনো আইন এভাবে মানুষের অপরাধ রোধ করতে পারে না। অনেক অপরাধ আইনের চোখে ধরা পড়ে না। অনেক অপরাধী আইনে ফাঁক ফোকড় দিয়ে ছাড়া পেয়ে যায়।