দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনার কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যেই বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, গত সপ্তাহে এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষকদের ২০২০ খ্রিষ্টাব্দের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। ৩ মে সেই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। ৭ মে চেক ব্যাংকে পাঠানো হবে।
সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ ঈদ বোনাস পাবেন।
এদিকে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষকরা। এরই পরিপ্রেক্ষিতে এবং সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি লিখেছেন রাজধানীর বেসরকারি একটি কলেজের অধ্যক্ষ।
চিঠিতে তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জরুরি ভিত্তিতে প্রণোদনা দেয়ার জোর দাবি জানিয়েছেন। অন্তত শিক্ষক-কর্মচারীদের বেতন নিশ্চিত করতে বলেছেন তিনি।
ডিপিআর/ জাহিরুল মিলন