1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৫১ Time View

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আজ শুক্রবার (২০ মে) বিকেলে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের গেস্টরুমে নিয়ে নির্যাতন করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ তারা সরকার দলীয় ছাত্র সংগঠনের কথা শোনেন না। ক্ষমতার শেষদিকে এসে আপনারা (ছাত্রলীগ) হতাশ হয়ে বড় বড় মিছিল করতে চাচ্ছেন। একবারও কি ভেবে দেখেছেন যারা মিছিলটা লম্বা করছে তারা কতজন মন থেকে আপনাদের নেতা হিসেবে মানে?

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার ছিনিয়ে আনলো, সেই ছাত্রদের গোলাম বানিয়ে রেখেছে ছাত্রলীগ। তাদের গেস্টরুমে নির্যাতন করা হচ্ছে, টর্চার সেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এখন সময় এসেছে এসব কিছু রুখে দেওয়ার।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন বলেন, দিনে প্রোগ্রাম, রাতে গেস্টরুম, দিনে প্রোটোকল রাতে গণরুম। এভাবেই চলছে শিক্ষার্থীদের জীবন।

তিনি বলেন, যখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবন-মানের চিত্র এই, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব ভূমিকা পালন করেই যাচ্ছে। কারণ তারা হল ছাত্রলীগের প্রথম সারির ভৃত্য।

সময় সবসময় এরকম থাকে না উল্লেখ করে আখতার হোসেন বলেন, সব কিছু স্মরণে রাখা হচ্ছে। আজ হোক কাল হোক সব ফিরিয়ে দেওয়া হবে। আজ না হোক, একশো বছর পরে হলেও আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

পরে সমাবেশ শেষ হলে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, মল চত্বর, শ্যাডো ও ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। তারপর আবারও রাজু ভাস্কর্যে ফিরে এসে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..