নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা-প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। একইসাথে করোনার কারণে বছরের শুরুতেই বই উৎসব না করার সিদ্ধান্তও হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কিন্ডারগার্টেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয়-সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাও করা হচ্ছে বলে জানান তিনি।
করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েকদফায় বাড়ানো ছুটি ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ছুটি আরো ১৪ দিন বাড়িয়েছে সরকার। এ মাসের ৩০ ও ৩১ তারিখ সরকারি ছুটি হওয়ায় আজ বৃহস্পতিবার ছুটি বাড়ানোর বিষয়ে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
এদিকে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বই উৎসবও করোনার কারণে বন্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের হাতে বিকল্প উপায়ে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে।