মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মহব্বত নন্দীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে শারিরীক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরনকরা হয়। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওই বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে হুইল চেয়ার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক।
জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে প্রায় ১৫০ জন প্রতিবন্ধী শিশু অধ্যায়ররত। এসব প্রতিবন্ধী শিশুদের মধ্যে একেবারে চলাফেরায় অক্ষম এমন তিন জন শিশুকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াদ হোসেনের নিজস্ব তহবিল হতে হুইল চেয়ার প্রদান করা হয়। পরে ১১৫ জন শিশু শিক্ষার্থীকে প্রতিবন্ধী স্মার্ট কার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান খন্দকার রমজান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব মোর্শেদ হিরা, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, গোলাম রব্বানী, রেশমা বেগম, সজল ইসলাম, সবুজ প্রমুখ।