নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ যুব কমান্ডের আয়োজনে বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে ৬’শত কম্বল বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিবি’র সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেছেন, বৃহৎ পরিসরে সেবামূলক কাজ করার নাম হল রাজনীতি। রাজনীতির নামে দুর্বৃত্তপণা নয়; রাজনীতির নামে জনগণের সম্পদ লুট করা নয়; কথিত কিছু লোক রাজনীতির নামে জনগণের পেটে লাথি মারে, সম্পদ লুণ্ঠন করে জনগণকে কষ্ট দেয়; তারা আর যাই হোক রাজনীতিবিদ নয়! তারা রাজনীতির নামে একটা কিছু করে পকেট ভারি করে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ যুব কমান্ডের আয়োজনে বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে ৬’শত কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ৯৯ শতাংশ কর্মী সৎ। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন। কিন্তু এক শতাংশ লোক আছে যারা জনগণের সম্পদ লুন্ঠন করে।
এ সময় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, উপজেলা আওয়ামিলীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নূর আজিজ বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য হাসান মোমেন উজ্জ্বল, শ্যামল সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাজহারুল ইসলাম কানু, জেলা যুবলীগ সদস্য বাশির উদ্দিন রিপন, মাহফুজুর রহমান, মাহবুবুর রশিদ শর্মিন, মাসুদ রানা, বাবুল মড়ল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ শীতকালে কিশোরগঞ্জ ও হোসেনপুরে ৪ হাজার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।