রাকিব শান্ত, ব্যুরো প্রধান, উত্তরবঙ্গঃ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী ২০২১ইং) সকাল থেকে বৈকাল পর্যন্ত বগুড়া, রাজশাহী, ইশ্বরদী ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিবিবি নেসকো লিঃ বগুড়ার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক (অতিঃ দাঃ) স্বাক্ষরিত এক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাসেস প্রকল্পের আওতাধীন-শিববাটি ফিডারের ৩৩ কে,বি সংস্কার কাজের জন্য বিদ্যুৎ লাইন বিক্রয় ও বিতরণ বিভাগ ডিভিশন ২ ও করতোয়া নেসকো লিঃ বগুড়া দপ্তরের আওতাধীন নিম্নবর্ণিত এলাকা সমুহে বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে।
এলাকা সমূহঃ
ঝাউতলা-বড়গোলা-কাটনারপাড়া-শিববাটি-উপশহর-হাকির মোড়-ধরমপুর-বারোপুর-শিকারপুর-নেংড়া বাজার-ঘোড়াধাপ হাট-নওদাপাড়া-ঠেঙ্গামারা-বাঘোপাড়া-মাটিডালি-জয়পুরপাড়া-বিসিক-কলেজ-ফুলবাড়ী-বৃন্দাবনপাড়া-কালিতলা-শিববাটি-চেলোপাড়া-নাটাইপাড়া-বউবাজার-ধাওয়াপাড়া-আকাশতারা-সাবগ্রাম-বুজরুকবাড়িয়া-ইছায়দহ-খামারকান্দি-ডাকুরচক-জয়বাংলা হাট-মানিকচক-কালিবালা এলাকাসমূহে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিবিবি নেসকো লিঃ রাজশাহীরর নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, হরগ্রাম ৩৩/১১ কেভি সাবস্টেশন ও ১১ কেভি সকল ফিডারের জরুরী মেরামত ও সংস্কারের জন্যে বিক্রয় ও বিতরণ বিভাগ ২, নেসকো লিঃ,রাজশাহী এর আওতাধীন এলাকা সমুহে বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে।
এলাকা সমুহঃ
সিএনবি মোড়, ভেড়িপাড়া, ভাটাপাড়া, কেশবপুর, বুলনপুর, চন্ডিওপুর, কোর্ট ঝাওতলা, রাজপাড়া, শ্রীরামপুর, বউ বাজার, বহরামপুর, নতুন বিল সিমলা, বন্ধগেট, দাশপুকুর, মহিশবাথান, বুড়িপাড়া, হতগ্রাম, কোর্টস্টেশন, মোল্লাপাড়া মুন্সিপাড়া, রায়পাড়া, বসরি,কাঠালবাড়িয়া, হারুপুর, গোবিন্দপুর, হাটুভাঙ্গা, কাশিয়াডাঙ্গা, মিয়াপুর, দামকুরা, দাশুরা, ইমামগঞ্জ ইত্যাদি এলাকায় সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিবিবি নেসকো লিঃ ইশ্বরদীর নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান স্বাক্ষরিত এক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনে অত্র দপ্তরের আওতাধীন গ্রীনসিটি ৩৩/১১ কেভি, পাতিলাখালি ৩এ/১১ কেভি ও স্কুলপাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে।
এলাকা সমুহঃ
কৃষি গবেষণা কেন্দ্র, ইক্ষু গবেষণা কেন্দ্র, শেরশাহ রোড, মহাতাব কলোনী, হাসপাতাল রোড, কলেজ রোড, বকুলের মোড়, ইশ্বরদী বাজার, স্টেশন রোড, অরনকোলা, আরকান্দি, মাজগ্রাম, ফতেমোহাম্মদপুর, নারিচা, বাবুপাড়া, উপজেলা পরিষদ, সারা কাউদিয়া, স্কুলপাড়া, মাজদিয়া, ইলশামারি, শৈলপাড়া, মিলিটারি ফার্ম, বিমানবন্দর ও তার আশেপাশের এলাকায় সকাল ৭ টা হলে দুপুর ২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিবিবি নেসকো লিঃ কালীগঞ্জ লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক কবীর স্বাক্ষরিত এক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ কেভি কালীগঞ্জ, আমিনগঞ্জ, কাকিনা ও চামটা ফিডারের ১১ কেভি লাইনের আশেপাশের গাছপালা কর্তনের জন্যে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উক্ত এলাকা সমুহে বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে।
উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক ভাবে বিদ্যুৎ বন্ধের জন্য কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।।