প্রত্যয় নিউজডেস্ক: নানা আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ২০১৮ সালে এফডিসিতে নতুন মসজিদ নির্মাণের অনুমতি মিলেছে। এই অনুমতি পেয়েছে থার্মেক্স গ্রুপ। থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার অর্থায়ন ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদটির নির্মাণ হচ্ছে। আগের পুরোনো মসজিদের জায়গায়ই এটি হচ্ছে।
বেশ উদ্যম নিয়েই মসজিদ নির্মাণের কাজ চলছিল। কিন্তু করোনার কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে আবারও নতুন করে শুরু হয়েছে মসজিদ নির্মাণকাজ। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তথ্য জানান মসজিদ নির্মাণের সমন্বয়কারী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক সনি রহমান।
তিনি বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস বন্ধ ছিল বিএফডিসির আধুনিক মসজিদ নির্মাণকাজ। গত সপ্তাহ থেকে আবারও পুরোদমে কাজ শুরু হয়েছে। প্রায় সাত মাস পর মিস্ত্রিরা কাজে ফিরেছেন। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব মসজিদের কাজ শেষ করা।’
কাজের অগ্রগতি জানিয়ে সনি বলেন, ‘আজ থেকে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এখন থেকে একটানা কাজ চলবে।’
নতুন মসজিদ নির্মাণের খবরে সিনেমার মানুষরা আনন্দিত। দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদ এফডিসির মর্যাদা বাড়াবে বলে মনে করেন সবাই। দোতলা বিশিষ্ট হবে মসজিদটি।