1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

শোকাবহ আগস্টে ইবির ভিসি ও ট্রেজারারকে সংবর্ধনা, সমালোচনা ঝড়

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সদ্য বিদায়ী ভিসি ও ট্রেজারারের মেয়াদ পূর্তিতে সংবর্ধনা দিয়েছে শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের শিক্ষকরা। শোকাবহ আগস্ট মাসে এমন সংবর্ধনা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, গত ২০ আগস্ট ইবিতে প্রথমবারের মতো চার বছর মেয়াদ শেষ করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। পরে গত শনিবার তারা নিজ নিজ বিভাগে নিয়মিত শিক্ষক হিসেবে যোগদান করেন। এসময় আইন অনুষদের সভা কক্ষে তাদেরকে সংবর্ধনা দেয় শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের শিক্ষকরা।

বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পরলে শোকের মাসে সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিতর্ক উঠে। সর্বমহলে সমালোচনা শুরু হয়। এদিকে গত বছর ২১ আগস্ট উপাচার্য ও কোষাধ্যক্ষের তিন বছর মেয়াদ পূর্তি উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। এবিষয়টি নিয়েও চরম সমালোচনা শুরু হয়েছিলো সে সময়।

গত শনিবারের ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। রাজু নামের একজন লিখেন, ‘আগস্ট বাঙালির জন্য শোকের মাস। তবে সব বাঙালির জন্য নয়। ছবি দুইটা গতবছর ও এই বছরের ২১ আগস্টের (সংবর্ধনার দুটি ছবি সংযুক্ত করা আছে)। ইবিতে দিনটি শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে সানন্দে পালিত হয়ে থাকে।’

এই স্ট্যাটাসের কমেন্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় অনেকেই। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোরশেদ লিখেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমি ভাষাহীন, এই দুঃখ ও লজ্জা রাখবো কোথায়। দেখার কেউ নেই।’

এতে কুষ্টিয়া জেলার এক সাংবাদিক কমেন্ট করেন, ‘এদের কোন লজ্জা নেই। এরা ক্ষমতার পাগল।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..