প্রত্যয় নিউজডেস্কঃ শ্রীলঙ্কার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার জয়াবর্ধনে। একই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন লঙ্কান আরেক সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
শ্রীলঙ্কার বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী নামাল রাজাপাকসে নিজেই এই নিয়োগ দিয়েছেন। এই দুই ক্রিকেটার ছাড়াও ১৫ সদস্যবিশিষ্ট জাতীয় ক্রীড়া পরিষদের কমিটিতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের ক্রীড়া ব্যক্তিত্বরা রয়েছেন। যারা দুই বছর (২০২২ পর্যন্ত) ক্রীড়ামন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করবেন।
শ্রীলঙ্কার সেরা ক্রিকেটারদের ও অধিনায়কদের একজন জয়াবর্ধনে। দেশের হয়ে খেলেছেন ১৪৯ টেস্ট, ৪৪৮ ওয়ানডে ও ৫৫ টি-টোয়েন্টি। তিন সংস্করণে মিলিয়ে রান করেছেন ২৬ হাজারের কাছাকাছি।
টেস্টে দ্বিতীয় ও ওয়ানডেতে দেশটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ডানহাতি এই ব্যাটসম্যান। দেশকে নেতৃত্ব দিয়েছে ৩৮ টেস্ট ও ১২৬ ওয়ানডেতে। ক্রিকেট মাঠে দেশকে নেতৃত্ব দেওয়া মাহেলা এবার নেতৃত্ব দিবেন দেশের যাবতীয় ক্রীড়া পর্যবেক্ষনে।
অন্যদিকে কুমার সাঙ্গাকার দেশের হয়ে খেলেছেন ১৩৪ টেস্ট, ৪০৪ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দায়িত্ব পালন করেছেন এমসিসির প্রেসিডেন্ট হিসেবে। এবার নিজ দেশের ক্রীড়াঙ্গনের দেখভাল করবেন তিনি।
ডিপিআর/ জাহিরুল মিলন