দৈনিক প্রত্যয় ডেস্কঃ শ্রীলঙ্কার স্কুলগুলো খুলে দেওয়ার এক সপ্তাহের মাথায় আবারও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটি। সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় ১৭ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে। সরকারির পাশাপাশি বেসরকারি স্কুলগুলোকেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত দ্বীপ রাষ্ট্রটিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী এই সপ্তাহেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা। পরিস্থিতি অনুযায়ী আগামী সপ্তাহে আমরা এই সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করে দেখবো।
করোনাভাইরাস ছড়িয়ে পরার পর গেল মার্চে শ্রীলঙ্কার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ভাইরাসের সংক্রমণ কমে আসায় গেল সপ্তাহে স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করায় স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হল।
সূত্র: আল জাজিরা
ডিপিআর/ জাহিরুল মিলন