প্রত্যয় নিউজ ডেস্কঃ ভারতীয় ধারাভাষ্যকর সঞ্জয় মাঞ্জরেকার তার চাকরি ফিরে পেলেন। প্রায় পাঁচ মাস পর আবারো ধারাভাষ্য শুরু করবেন তিনি। নানা বিতর্কের কারণে গত মার্চে স্টার স্পোর্টসের চাকরি হারিয়েছিলেন এই ধারাভাষ্যকার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ধারাভাষ্যকারের দায়িত্বে থাকবেন সঞ্জয় মাঞ্জরেকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
আইপিএলের ধারাভাষ্য দলেও তার থাকার কথা ছিল না। কিন্তু কপাল গুণে আইপিএলের আগেই আবারো মাইক্রোফোন হাতে দেখা যাবে মাঞ্জরেকারকে।
এছাড়া সহকর্মী হর্শা ভোগলের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলে সমালোচিত হয়েছিলেন। পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন সঞ্জয়। গত বিশ্বকাপে পক্ষপাতমূলক ধারাভাষ্যে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত গেল মার্চে চাকরি হারান তিনি।
তবে চাকরি ফেরত পাওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে দুই দফা আবেদন করেন সঞ্জয়। ক্ষমা প্রার্থনার বিষয়টিও নিশ্চিত করেন বিসিসিআই’র কাছে। তবে এ যাত্রায় সৌভাগ্যক্রমে চাকরি ফিরে পেয়েছেন তিনি।
১৯৯৮ সাল থেকে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। তবে গেল কয়েকবছর বেশকিছু বেফাঁস মন্তব্য করে বিপদে পড়েছেন সঞ্জয়। গত বছর ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে নিয়ে তির্যক মন্তব্য করেন।
ডিপিআর/ জাহিরুল মিলন