প্রত্যয় নিউজডেস্ক: পাবনা সদর উপজেলার অন্তর্ভুক্ত দোগাছি ইউনিয়নের কোমরপুরে সাত্তার ও মাহিম স্মৃতি সংঘের উদ্যোগে মাসব্যাপী ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়। উক্ত টূর্ণামেন্টে কোমরপুর ক্যাপিটালস্ ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় কোমরপুর ক্যাপিটালস্ ট্রাই ব্রেকারে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের তকমা অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলকে প্রথম পুরষ্কার হিসেবে একটি মোটর সাইকেল প্রদান করা হয় এবং পরাজিত দলকে একটি ফ্রীজ প্রদান করা হয়।
উল্লেখ্য এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।