মোঃতায়েফ তালুকদার ঃগ্রাম গঞ্জে জনসচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ২য় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কামরুল আহসান চৌধুরী।
০৪নংটবগী ইউনিয়নের বিভিন্ন বাড়ি মহল্লায় গিয়ে জনসমাগম ও ভীড় এড়িয়ে চলতে সর্বসাধারণকে নির্দেশনা দিয়ে যান।
বিকালে গ্রাম পুলিশকে সাথে নিয়ে আবুল বাজার, টবগী রাস্তার মাথা, নতুন হাকিমউদ্দিন বাজার, জনতা বাজার, মুন্সির হাট, ফকির হাট ও মনিরাম বাজারে জনবিচ্ছিন্ন করনের জন্য কাজ করেন। এ সময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ সোলায়মান মাষ্টার, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন, টবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাহার চৌধুরী।
পরে ইউনিয়নের স্থানীয় ও গলি সড়ক গুলোতে বিভিন্ন ছোট ছোট দোকান ও টেক্সচার গুলোতে অভিযান চালানো হয়।
মরণঘাতী নোভেল করোনা ভাইরাসে যখন পুরো বিশ্ব মৃত্যুপুরী, বাংলাদেশ এর ঝুঁকি এড়াতে সরকার কতৃক সর্বত্র যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করছে প্রশাসন। সে লক্ষ্যে গত ০২ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নৌ কমান্ডার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে টবগী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুল আহসান চৌধুরী বলেন, জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় বাসায় বসে থকতে পারছি না। জনগণ বেঁচে না থাকলে আমরা কাদের প্রতিনিধিত্ব করবো। সুতরাং সকলে বাসায় থাকুন, রাস্তার পাশে কিংবা দোকানে বসে অযথা আড্ডা দিবেন না।