প্রত্যয় নিউজ ডেস্কঃ ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি স্মৃতিচারণ করতে গিয়ে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যা বললেন তাতে নিশ্চয়ই আরো আবেগপ্রবণ হয়ে উঠবেন সমর্থকরা।
তিনি বলেন, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টের শেষদিনে আমি আর ধোনি মিলে ম্যাচটা বাঁচানোর চেষ্টা করছিলাম। কিন্তু কোনভাবেই ম্যাচটা আমরা বাঁচাতে পারলাম না। হেরে গেলাম। তখন মাঠ থেকে বের হওয়ার সময়ই মাহি আমাকে বললো টেস্ট খেলা ছেড়ে দেবে। এরপর সে অবসরের কথা জানিয়ে দেয়। সন্ধ্যায় আমি, ইশান্ত আর রায়না তার রুমে গিয়ে দেখি সে জার্সি পরে বসে আছে আর বাচ্চাদের মতো কান্নাকাটি করছে। সারারাত সে জার্সি পরে বসে ছিল।
১৫ আগস্ট অবসরের ঘোষণা দিলেও, ২০১৯ সালের জুলাইয়ে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ধোনি। তবে টেস্ট থেকে তিনি অবসর নেন ২০১৪ সালের ডিসেম্বরে। সেদিনের ঘটনাও তুলে ধরেছেন অশ্বিন।
সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে ক’দিন আগে বিদায় বলেছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। তার এমন আচমকা অবসরের ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই। সতীর্থ থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের সাবেক-বর্তমান সবাই মেতেছেন ধোনি বন্দনায়। সতীর্থদের অনেকেই করেছেন স্মৃতিচারণ।
তিনি বলেন, ২০০৮ সালে আইপিএলের আগে আমি ছিলাম নেট বোলার। ধোনির তখন লম্বা লম্বা চুল। সে প্র্যাকটিসে এসে আমাকে খেয়াল করে। তারপর তার দলে নিয়ে নেয়।
এরপর ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর আইপিএলে একই দলে খেলেছেন ধোনি ও অশ্বিন। দু’জনের সম্পর্কটাও ছিল বেশ। এবার অশ্বিন যেভাবে ধোনির দেশপ্রেম সঙ্গে ক্রিকেটের জন্য তার নিবেদনটা তুলে ধরলেন তাতে আবারো নিশ্চয়ই আবেগপ্রবণ হয়ে পড়বেন ভারতীয় সমর্থকরা।
ইউটিউবের এক ভিডিওতে অশ্বিন বলেন, টেস্ট থেকে অবসর ঘোষণার পর সারারাত নিজের টেস্ট জার্সি পরে বসেছিলেন ধোনি। এসময় বাচ্চাদের মতো ড্রেসিংরুমে বসে বসে কান্না করছিলেন তিনি।
ধোনির অধীনে দীর্ঘদিন খেলেছেন অশ্বিন। জাতীয় দলে তো বটেই, আইপিএলেও ধোনির দল চেন্নাই সুপার কিংসে খেলেছেন দীর্ঘদিন। সেই স্মৃতিচারণও করেছেন অশ্বিন।
ডিপিআর/ জাহিরুল মিলন