চট্টগ্রাম সংবাদদাতা: সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে চবি রেজিস্ট্রার দফতরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ডিন কমিটির এক সভায় অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. শিরীণ আখতার করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে ডিনদের সঙ্গে আলোচনা করেন। অনলাইনে ক্লাসের বিষয়ে ডিনরা একমত হন।