নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা রাশেদ খানের (অব:) সঙ্গে তথ্যচিত্র নির্মাণ কাজে অংশ নেওয়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আটক দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ফ্রিল্যান্স চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাত এবং নির্মাতা শিপ্রা রানী দেবনাথ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
শিক্ষার্থীরা বলেন, গত ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ খান একটি বিচ্ছিন্ন ঘটনায় নির্মমভাবে খুন হন। তার সঙ্গে তথ্যচিত্র নির্মাণের কাজে সেখানে অবস্থান করছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সিফাত ও শিপ্রা। তাদের দুজনকে ঘটনার সঙ্গে মিথ্যাভাবে সম্পৃক্ত করে আটক করা হয়েছে। এ অবস্থায় তাদের নিরাপত্তা নিয়ে সহপাঠী ও পরিবার খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত।
মানববন্ধনে আন্দোলনকারী শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। এর মধ্যে শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি প্রদান, মেজর সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত দুই শিক্ষার্থী ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দুই শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যদের মানসিক প্রহসন থেকে মুক্তির দাবি জানানো হয়।